বিশৃঙ্খলা করলে দলীয় ব্যবস্থা নেয়া হবে: সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে সোনারগাঁওয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাঁচপুর হাইওয়ে থানার মাঠ থেকে শুরু হওয়া এই র্যালিতে শতাধিক মোটরসাইকেল, গাড়ি ও ট্রাক যোগ দেয়। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা টোল প্লাজা, সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড, জালকুড়ি হয়ে কুতুবপুর এলাকা প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়।
র্যালিকে স্বাগত জানাতে পথে পথে বিএনপি এবং অঙ্গসংগঠনসমূহের নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক রেজাউল করিম বলেন, “দলের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে কঠোর দলীয় ব্যবস্থা নেয়া হবে। সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ যেন কুকর্মে জড়িত না হয়। আমরা দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই। ঐক্যবদ্ধভাবে দলের শক্তি ধরে রাখতে হবে। দেশের জন্য কাজ করতে হবে, বিভেদ নয়—ঐক্য আমাদের শক্তি।”
এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনসমূহের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



