বিশেষ অভিযানে রাজধানীতে ১১ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। দুই থানার পৃথক অভিযানে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
আদাবর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই ২০২৫) দিনব্যাপী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. আল আমিন (২২), মো. শামীম (২৪), মো. রাকিব হোসেন, মো. রুহুল আমিন (৩০), মো. সাগর (১৯)।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, দুটি সামুরাই ও একটি ছোরা উদ্ধার করা হয়। অন্যদিকে, শনিবার (১২ জুলাই ২০২৫) মোহাম্মদপুর থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মুরাদ (২৪), বুলু (২৮), মেহেদী হাসান শুভ (২২), রবিউল ইসলাম (২০), শামীম (৩৩), সাইফুল (২৪)।
পুলিশ জানায়, অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালিত হয় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর সার্বিক দিকনির্দেশনায়, সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তত্ত্বাবধানে।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার পলাতক আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিআলো/এফএইচএস