বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশের প্রথম ডেন্টাল ইউনিট—স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশের প্রথম বিশেষায়িত ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু হয়েছে। অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফেইথ বাংলাদেশের লালমাটিয়া ক্যাম্পাসে উদ্বোধন করা হয় এই ইউনিটটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও জনতা ব্যাংকের পরিচালক ড. মো. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে। এছাড়া ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নীলুফার আহমেদ করিম, বোর্ড সদস্য ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, উপদেষ্টা ও সাবেক সচিব শাহজাহান আলী মোল্লা এবং ডেন্টাল সার্জন ডা. রেজাউল আহসান বক্তব্য রাখেন।
বিশেষভাবে নির্মিত ইউনিটটিতে নিরাপদ, শিশু-বান্ধব ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উপযোগী দন্তচিকিৎসা সেবা দেওয়া হবে। প্রয়োজনে অ্যানেস্থেসিয়া ব্যবহার করে চিকিৎসা দেওয়ার সুবিধাও রয়েছে। যা সাধারণ ডেন্টাল ক্লিনিকে সচরাচর থাকে না।
উদ্বোধন উপলক্ষে শিশুদের জন্য প্রতিরোধমূলক ডেন্টাল কেয়ার সেমিনার ও স্ক্রিনিং প্রোগ্রাম আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শাহাদাত হোসেন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা এখনো সমাজের নানা স্তরে অবহেলা ও দুর্ব্যবহারের শিকার। তাদের জাতীয় সম্পদে পরিণত করতে হলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
তিনি জানান, দেশে প্রায় ১৬–১৮ লাখ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে যাদের সবার জন্য বিশেষায়িত দন্তচিকিৎসা নিশ্চিত করা উচিত।
বিশেষ অতিথি মো. জহিরুল ইসলাম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করা সম্ভব নয়।”
ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নীলুফার আহমেদ করিম জানান, অনেক পরিবার নিরাপদ ও ভরসাযোগ্য দন্তচিকিৎসার অভাবে দীর্ঘদিন ভোগান্তিতে ছিল। এই ইউনিটটি ভালোবাসা, মানবিকতা ও দায়িত্ববোধের প্রতীক।
ফেইথ বাংলাদেশ আরও জানায়, শিগগিরই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দুটি নতুন সেবা চালু করা হবে। নিবেদিত চক্ষু সেবা এবং অ্যাজমা সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, সেবাদানকারী এবং স্বাস্থ্য পেশাদাররা অংশ নেন।
বিআলো/তুরাগ



