বিশেষ ট্রেন না পেয়ে লালমনিরহাটে বিএনপির রেল অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
সজীব আলম, লালমনিরহাট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে লালমনিরহাট থেকে ঢাকাগামী বিশেষ ট্রেন বরাদ্দ না দেওয়ার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধে লালমনিরহাট রেলস্টেশনে অচলাবস্থার সৃষ্টি হয়। এতে শত শত সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে বিকেল ৪টার দিকে অবরোধ স্থগিত করা হয়।
দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে লালমনিরহাট জেলা বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ ট্রেনের আবেদন করা হয়। গত ১৯ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেওয়া হলেও দীর্ঘ সময় কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সোমবার (২২ ডিসেম্বর) রাতে রেল কর্তৃপক্ষ জানায়, বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এ সিদ্ধান্তকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ আখ্যা দিয়ে মঙ্গলবার সকালে আন্দোলনে নামেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যানার হাতে লালমনিরহাট রেলস্টেশনে জড়ো হন। তারা ঢাকাগামী আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের সামনে রেললাইনে বসে ও শুয়ে পড়ে বিক্ষোভ শুরু করেন। এতে লালমনিরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং স্টেশনের উভয় পাশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, “আমরা ভাড়ার বিনিময়ে নিয়ম মেনেই বিশেষ ট্রেন চেয়েছিলাম। তিন দিন ধরে টালবাহানা করে শেষ মুহূর্তে আবেদন বাতিল করা হয়েছে। এটি আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ।”
দীর্ঘ ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অসুস্থ রোগী, পরীক্ষার্থী ও জরুরি কাজে যাত্রীরা বিপাকে পড়েন। এক ভুক্তভোগী যাত্রী বলেন, “আমার সন্তানের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে। সময়মতো ঢাকা পৌঁছাতে না পারলে তার একটি বছর নষ্ট হয়ে যাবে। সাধারণ যাত্রীদের কেন এই ভোগান্তির শিকার হতে হবে?”
রেলওয়ের লালমনিরহাট ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) পরিদর্শন কাজে কুড়িগ্রাম জেলায় থাকায় তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
পরে বিকেল ৪টার দিকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে বিশেষ ট্রেন বরাদ্দের বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বিআলো/শিলি



