বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সংক্রান্ত আইসিসির সিদ্ধান্ত পরিবর্তনের লক্ষ্যে শেষ চেষ্টা হিসেবে ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি) ও পরবর্তী সময়ে আন্তর্জাতিক কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হওয়ার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ডিআরসি আবেদন গ্রহণ করলেও আইসিসি বোর্ড অব ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার এই কমিটির নেই।
আইসিসি বোর্ড ১৪-২ ভোটে বাংলাদেশের ম্যাচ ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেয়। যদিও স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে হুমকির মাত্রা কম থেকে মাঝারি বলা হয়।
এর আগে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে না যাওয়ার ঘোষণা দেন। এই অবস্থানের পরই পরিস্থিতি জটিল হয়।
ডিআরসির নিয়ম অনুযায়ী, আইসিসি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল শোনা যায় না। ফলে ডিআরসিতে প্রতিকূল রায় এলে বিসিবির সামনে একমাত্র পথ থাকবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস।
আইসিসির একটি সূত্র জানিয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা নিয়ে বোর্ডের সদস্যরা অসন্তুষ্ট। আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করায় ক্ষোভ তৈরি হয়েছে।
ডিআরসি মূলত দেখে সিদ্ধান্তটি নিয়ম মেনে নেওয়া হয়েছে কি না। এটি কোনো আপিল আদালত নয়। কমিটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞরা রয়েছেন।
শনিবারের মধ্যে বাংলাদেশের বিকল্প ভেন্যু বা দল সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
বিআলো/শিলি



