বিশ্বমঞ্চের সঙ্গে তাল মিলিয়ে ঢাকায় মুক্তি পেল ‘অ্যাভাটার’
বিনোদন ডেস্ক: জেমস ক্যামেরনের বহুল আলোচিত কল্পবিজ্ঞান সিরিজ ‘অ্যাভাটার’-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। একই দিনে ঢাকার প্রেক্ষাগৃহেও সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছে।
স্টার সিনেপ্লেক্সে ছবিটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ। আন্তর্জাতিক দর্শকের সঙ্গে একযোগে দেশের দর্শকরাও এবার বড় পর্দায় সিনেমাটি উপভোগ করতে পারছেন।
মুক্তির আগে লন্ডনে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। প্রদর্শনী শেষে সমালোচকদের প্রতিক্রিয়ায় উঠে আসে জেমস ক্যামেরন আবারও তার ভিজ্যুয়াল নির্মাণশৈলীতে দর্শককে মুগ্ধ করতে সক্ষম হয়েছেন।
২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ সিনেমাটি বিশ্বজুড়ে বিপুল সাড়া ফেলে। এর ধারাবাহিকতায় ২০২২ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’ বিশ্বব্যাপী প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করে।
নতুন সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে সুলি পরিবার। আগের পর্বে নেটেয়ামের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তারা নতুন এক সংকটের মুখে পড়ে। এই পর্বে প্রথমবারের মতো দেখা মিলবে ‘আগুন উপজাতি’র, যাদের আবির্ভাব গল্পে নতুন উত্তেজনা যোগ করেছে। সমালোচক মাইকেল লির মতে, সিনেমাটির ভিজ্যুয়াল ও অ্যাকশন আগের পর্বগুলোকেও ছাড়িয়ে গেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন, জো স্যালদানা, সিগরনি উইভার, স্টিফেন ল্যাং, কেট উইন্সলেটসহ আরও অনেকে।
এর আগে প্যারিসে এক সংবাদ সম্মেলনে পরিচালক জেমস ক্যামেরন বলেন, এই কিস্তিতে সন্তানদের বড় হয়ে ওঠা ও পরিচয় সন্ধানের গল্প গুরুত্ব পেয়েছে। ভিন্ন গ্রহ ও ভিন্ন জাতিসত্তার পরিচয়ের টানাপোড়েন তাদের জীবনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, এই সিনেমার ব্যবসায়িক সাফল্যই নির্ধারণ করবে ‘অ্যাভাটার’ সিরিজের ভবিষ্যৎ যাত্রাপথ।
বিআলো/শিলি



