• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিশ্বমঞ্চে যাদুর জাদু ছড়ানো কিংবদন্তি: শাহ্ মনি 

     dailybangla 
    02nd Jul 2025 10:05 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে যাদুশিল্পকে পরিচিত করানো কিংবদন্তি যাদুকর ডা. এস. এম. বজলুল হক, যিনি ‘শাহ্ মনি’ নামে পরিচিত, ছিলেন এক বিস্ময়কর প্রতিভা। চিকিৎসক পরিচয়ের পাশাপাশি তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী, সংগঠক ও সমাজসেবক।

    ১৯৪২ সালের ১৩ ডিসেম্বর জামালপুরের মেলান্দহ উপজেলার পরাগলি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবেই যাদুর প্রতি আগ্রহ জন্ম নেয়, যা পরবর্তীতে পেশাগত চিকিৎসা জীবনের পাশাপাশি তাঁকে এনে দেয় বিশ্বজয়ী যাদুর খ্যাতি।

    ১৯৭২ সালে যাদুতে পেশাগতভাবে আত্মপ্রকাশের পর ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে মঞ্চ মাতান। ১৯৮৫ সালে ভারতের সর্বভারতীয় যাদু উৎসবে ‘সেরা যাদুকর’ হিসেবে স্বর্ণপদক লাভ করেন।

    তিনি ছিলেন এশিয়ান ম্যাজিক সোসাইটি, ম্যাজিক ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ যাদুকর পরিষদের সভাপতি এবং I.B.M.-এর বাংলাদেশ শাখা ‘রিং-২৭৯’-এর প্রতিষ্ঠাতা। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব যাদু প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেন তিনি।

    চিকিৎসাসেবায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ঢাকায় প্রতিষ্ঠা করেন একাধিক ক্লিনিক ও নার্সিং হোম। দুটি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণও করেন তিনি।

    ১৯৯০ সালের ২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি। যাদুশিল্পে তাঁর অবদান আজও অনুপ্রেরণার বাতিঘর।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930