• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ অ্যান্ডোরা, বাংলাদেশের অবস্থান কত? 

     dailybangla 
    23rd Jul 2025 12:22 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: এ বছর বিশ্বের সব চেয়ে নিরাপদ দেশের তকমা পেয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা! সদ্য প্রকাশিত ‘নাম্বিও সেফটি ইনডেক্স’ অনুসারে, পিরেনিস পর্বতমালা বরাবর ফ্রান্স এবং স্পেনের মাঝে অবস্থিত দেশ অ্যান্ডোরা ২০২৫ সালে বিশ্বের সব থেকে নিরাপদ দেশ হিসাবে বিবেচিত হয়েছে।

    ইনডেক্স অনুযায়ী অ্যান্ডোরায় অপরাধের হার সব চেয়ে কম। শক্তিশালী নিরাপত্তা পরিকাঠামোও রয়েছে সে দেশে। এ ছাড়া, তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে পশ্চিম এশিয়ার তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমান। বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে এশিয়ার তাইওয়ানও। বাংলাদেশের স্থান ১২৬তম।

    তালিকার প্রথমেই রয়েছে অ্যান্ডোরা, নিরাপত্তা সূচক ৮৪ দশমিক ৭। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, নিরাপত্তা সূচক ৮৪ দশমিক ৫। তৃতীয় স্থানে রয়েছে কাতার, নিরাপত্তা সূচক ৮৪ দশমিক ২। এর পরেই রয়েছে তাইওয়ান এবং ওমান, নিরাপত্তা সূচক যথাক্রমে ৮২ দশমিক ৯ এবং ৮১ দশমিক ৭। এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান রয়েছে দশম এবং চিন ১৫তম স্থানে। এ ছাড়া, শ্রীলংকা ৫৯, পাকিস্তান ৬৫ এবং বাংলাদেশ ১২৬তম স্থান পেয়েছে। দীর্ঘ এই তালিকায় ভারতেরও নাম রয়েছে। তবে ৬৬তম স্থানে। নিরাপত্তা সূচক ৫৫ দশমিক ৭। আরও পিছনে রয়েছে ব্রিটেন (৮৭তম স্থানে, ৫১ দশমিক ৭), যুক্তরাষ্ট্র (৮৯তম স্থানে, ৫০ দশমিক ৮)!

    নাম্বিও নিরাপত্তা সূচক সাধারণত ব্যবহারকারীদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ফলে সরকারি পরিসংখ্যান থেকে এই সূচকে প্রদত্ত তথ্যে ফারাক থাকতে পারে। সাধারণত, অপরাধের হার, দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগ-সহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে আপেক্ষিক নিরাপত্তা সংক্রান্ত এই মূল্যায়ন করা হয়।

    ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি নিরাপদ দেশের তালিকা-

    অ্যান্ডোরা: ৮৪ দশমিক ৭

    সংযুক্ত আরব আমিরাত ৮৪ দশমিক ৫

    কাতার ৮৪ দশমিক ২

    তাইওয়ান ৮২ দশমিক ৯

    ওমান ৮১ দশমিক ৭

    আইল অফ ম্যান ৭৯

    হংকং (চিন) ৭৮ দশমিক ৫

    আর্মেনিয়া ৭৭ দশমিক ৯

    সিঙ্গাপুর ৭৭ দশমিক ৪

    জাপান ৭৭ দশমিক ১

    তালিকার একদম শেষে, ১৪৮তম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। অর্থাৎ, দক্ষিণ আমেরিকার এই দেশই ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তকমা পেয়েছে। ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান রয়েছে ১৪৪তম স্থানে। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া ১৪০তম স্থানে জায়গা পেয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031