বিশ্বে সাংবাদিক হত্যায় টানা তিন বছর প্রথম স্থানে ইসরাইল
dailybangla
09th Dec 2025 5:42 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ২০২৪-২৫ সালের মূল্যায়নে বিশ্বজুড়ে নিহত ৬৭ সাংবাদিকের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ইসরাইলি হামলায়, আরএসএফের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
আরএসএফ জানায়, নিহত সাংবাদিকদের ৪৩ শতাংশই ইসরাইলি সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন; শুধু গাজাতেই এই বছরে নিহত হয়েছেন ২৯ জন।
গত বছর থেকে শুরু হওয়া গাজা হামলায় মোট নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ২২০।
এ ছাড়া মেক্সিকো, ইউক্রেন ও সুদানেও সাংবাদিকদের ওপর প্রাণঘাতী হামলা বেড়েছে। একই প্রতিবেদনে কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাও প্রকাশিত হয়েছে- যেখানে চীন, রাশিয়া ও মিয়ানমার শীর্ষে রয়েছে, বিশ্বজুড়ে মোট ৫০৩ জন সাংবাদিক আটক আছেন।
বিআলো/শিলি



