• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার 

     dailybangla 
    15th Feb 2025 10:41 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

    শনিবার সকাল ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানের ২নং গেটের ভেতরে বিদেশী খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিং এ কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান।

    জিএমপি কমিশনার বলেন, সব ঠিক থাকলে আগামীকাল ১২টায় আখেরি মোনাজাত। মোনাজাতের সময় যান চলাচল সচল রাখার চেষ্টা করা হবে।

    তিনি বলেন, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমের যে আইডি থেকে ইজতেমায় হামলা হতে পারে বলে গুজব ছড়ানো হয়েছিল, সেই আইডির মালিককে ইতোমধ্যে নিরাপত্তা হেফাজতে আনা হয়েছে। তার সাথে কথা বলা হচ্ছে। পরবর্তী সময় আটক বা গ্রেপ্তার করার দরকার হলে করা হবে। ইজতেমার পরিবেশ ভালো উল্লেখ করে তিনি বলেন, আমাদের সব ধরণের ব্যবস্থা আছে।

    নাজমুল করিম আরও বলেন, সাদপন্থীদের এবারের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র‍্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুপটফ, ৩৫টি বাইনুকোলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি মোবাইল টিম কাজ করছে। হকার উচ্ছেদের জন্য পুলিশ-ম্যাজিস্ট্রেট কাজ করছে।

    বোম ডিস্পোজাল ইউনিটসহ সকল ধরণের আয়োজন সম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, অনুমতি ছাড়া কেউ ড্রোন ওড়াতে পরাবে না, ড্রোন সার্ভিল্যান্স কাজ চলছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও মোতায়েন আছে বলে জানান পুলিশ কমিশনার।

    এ সময় ইজতেমার আয়োজক সাদপন্থীদের পক্ষে কাকরাইলের শূরা সদস্য মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মাওলানা ওসামা ইসলাম, হাজী মনির ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন।

    এছাড়াও জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এ এনএম নাসিরুদ্দিনসহ পুলিশ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930