বিশ্ব ইজতেমায় নিরাপত্তার ঘাটতি নেই: জিএমপি কমিশনার
dailybangla
31st Jan 2025 6:37 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমায় বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাদের কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি নেই।
শুক্রবার বিশ্ব ইজতেমা নিয়ে আমেরিকান দূতাবাসের সতর্কতা জারি প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান পুলিশ কন্ট্রোলরুমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
তিনি বলেন, ওনারা ওনাদের মতো মেজারমেন্ট করেছেন। তবে আমাদের পক্ষ থেকে দেশবিদেশের মুসল্লিদের কারো নিরাপত্তা ঘাটতি রাখা হয়নি। ইজতেমার পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। অনেক গুজব ছড়াবে, এ বিষয়ে
আমাদের সবার সজাগ থাকতে হবে।
তিনি আরও জানান, এবার অনেক শান্তিপূর্ণ ভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা ময়দানের আশপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিশ্ব ইজতেমায় অংশ নিতে ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন মুসল্লি ময়দানে এসেছেন বলেও জানান তিনি।
বিআলো/শিলি