বিশ্ব জনসংখ্যা দিবস পালন করলো সিবিএমসিবি ও এমএমসিএইচ
ময়মনসিংহ প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস পালন করলো কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ বাংলাদেশ (সিবিএমসিবি) ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (এমএমসিএইচ)। গত বৃহস্পতিবার (১১ জুলাই ২০২৪) দিবসটি উপলক্ষে ময়মনসিংহ শহরে দুই মেডিক্যাল কলেজ যৌথ উদ্যোগে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ লোকাল কমিটি ‘ওয়াক দ্য টক’ কর্মসূচি আয়োজন করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের দিক নিদেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও কুইজ অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরতে চেষ্টা করেন কীভাবে একটি ভালো ও সুস্থ জীবনযাপন গড়ে তুলতে পারে একটি সুস্থ পরিবার।
উলেখ্য, ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবসের ২০২৪ সালের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যতার ভিত্তিতে টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলি’।