• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশ ও পৌরসভার যৌথ কর্মসূচি 

     dailybangla 
    26th Jun 2025 5:10 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও তরী বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ’ কর্মসূচির আয়োজন করা হয়।বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তিতাস নদীর আনন্দ বাজার মসজিদ ঘাটে শুরু হয় এই কার্যক্রম।

    কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস। তিনি বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা করছি শহরকে পরিচ্ছন্ন রাখতে। শুরুতে তিনটি ওয়ার্ডে কাজ শুরু করছি, সফল হলে পর্যায়ক্রমে পুরো পৌর এলাকায় তা বাস্তবায়ন করা হবে।” তিনি তরী বাংলাদেশসহ সকল সামাজিক সংগঠনকে পাশে থাকার আহ্বান জানান।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউ মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, খেলাঘর জেলা সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া ও হৃদয় কামাল।

    তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, “পলিথিন একটি অপচনশীল পদার্থ যা মাটি ও পানিকে মারাত্মকভাবে দূষিত করে। এটি জলাবদ্ধতা সৃষ্টি ছাড়াও নদীর জীববৈচিত্র্য ও নাব্যতা নষ্ট করে।” তিনি পরিবেশ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানান এবং প্রত্যাশা করেন, দেশের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসবেন।

    ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা উপসহকারী প্রকৌশলী সুমন দত্ত-এর তত্ত্বাবধানে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    এই সময় উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত পাল, খাইরুজ্জামান ইমরান, মোস্তফা দেলোয়ার এবং সংগঠনের বাঞ্ছারামপুর, নাসিরনগর ও সদর উপজেলার নেতৃবৃন্দ,নাসির উদ্দিন মোল্লা, আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আশিকুল আলম, হেকিম মিয়া, মো. খোকন মিয়া, বাচ্চু মিয়া, মো. বাছির মিয়া ও আব্দুল্লাহ প্রমুখ।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930