• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    “বিশ্ব শান্তির পথে সমবেদনা, কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিল উদ্দিন আহমেদের” 

     dailybangla 
    14th Aug 2025 6:55 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপি ঢাকা মহানগর উত্তর-এর যুগ্ম আহবায়ক, রশিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, আরভিটিশন-০১-এর চেয়ারম্যান ও বাংলাদেশ ক্লাবের সভাপতি এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, বৈশ্বিক বিভাজন নিরসন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সমবেদনা, কূটনীতি ও সংহতির সমন্বিত প্রয়োগ অপরিহার্য।

    ১৪ আগস্ট (বৃহস্পতিবার) সকালে বস্ত্র প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুফ্ট) মডেল জাতিসংঘ–২০২৫-এর প্রারম্ভিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ মত প্রকাশ করেন। কফিল উদ্দিন আহমেদ উল্লেখ করেন, দীর্ঘস্থায়ী শান্তি ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে পারস্পরিক সহমর্মিতা, কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার এবং পারস্পরিক সংহতির ভিত্তিতে যৌথ পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।

    অনুষ্ঠানটি সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে জাতীয় সংগীত পরিবেশনা এবং জুলাই বিপ্লবের শহীদ ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুফ্ট বোর্ড অফ ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ফারুক হাসান। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন উপাচার্য প্রফেসর ড. আইয়ুব নবী খান, জিপি ক্যাপ্টেন এ. এন. এম. রফিকুল আলম (অব.), এনডিসি, পিএসসি এবং ছাত্র কল্যাণ পরিচালক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031