বিসিআই’র ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শিল্পখাতের চ্যালেঞ্জ মোকাবিলায় গ্যাস–বিদ্যুৎ, ভ্যাট ও কর সংস্কারের ওপর জোর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার সকাল ১১টায় বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিসিআই-এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।
সভা শুরুর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে বিসিআই-এর মরহুম সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সম্প্রতি মৃত্যুবরণকারী বিসিআই-এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সৈয়দ মঞ্জুর এলাহি ও সাবেক সভাপতি জনাব এটিএম ওয়াজিউল্লাহ’র মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।
সভাপতির অনুমতিক্রমে নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী সভার কার্যক্রম পরিচালনা করেন বিসিআই-এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসি। আলোচ্যসূচির প্রথম পর্বে বিগত ৩৮তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। দ্বিতীয় আলোচ্যসূচিতে বিসিআই সভাপতি ২০২৪-২০২৫ অর্থবছরে বিসিআই-এর কার্যক্রম এবং উক্ত সময়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তৃতীয় আলোচ্যসূচি অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের অডিটেড হিসাব অনুমোদন করা হয় এবং চতুর্থ আলোচ্যসূচিতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ দেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, “আজকের সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ মতামত ও তথ্য পাওয়া গেছে, যা বিসিআই-এর ভবিষ্যৎ কার্যক্রমে সহায়ক হবে।” তিনি বলেন, “সদস্যদের সার্বিক সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে বিসিআই তাদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
দেশের একক ও একমাত্র জাতীয় শিল্প চেম্বার হিসেবে বিসিআই সব ধরনের শিল্পের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর শিল্পখাতের সমস্যা সমাধানে বিসিআই সরকারের বিভিন্ন মহলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। সভায় উত্থাপিত ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভাপতি শিল্পখাতের টেকসই উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন—উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে সব শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে; কার্যকর সরবরাহ শৃঙ্খল বজায় রাখতে একটি মসৃণ ও স্থিতিশীল গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন;
কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৈষম্য কমাতে টেকসই এমএসএমই উন্নয়ন পরিবেশ গড়ে তুলতে হবে; শিল্পখাতে গবেষণা ও উদ্ভাবনে শিক্ষাবিদ, শিল্প ও সরকারের যৌথ উদ্যোগ জোরদার করতে হবে; পণ্য পরীক্ষণ ও সার্টিফিকেশন ব্যবস্থাকে উদ্যোক্তাবান্ধব করতে হবে; নতুন উদ্যোক্তা ও স্টার্ট-আপদের জন্য সরকারি সহায়তা সহজলভ্য করতে হবে; উৎপাদন শিল্পের প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে ভ্যাট ও কর কাঠামোকে যুক্তিসঙ্গত করতে হবে।
সভায় আলোচনায় অংশ নেন বিসিআই সদস্য জনাব ওবায়দুর রহমান, সাবেক সভাপতি জনাব শাহেদুল ইসলাম, জনাব মইনুল ইসলাম, বিসিএমইএ’র সভাপতি জনাব মতিউর রহমান, উত্তরা মোটর কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান জনাব মতিউর রহমান, বিসিআই-এর সহ-সভাপতি জনাব মো. ইউনুস, সদস্য জনাব নুরুল হাসান মিয়া, জনাব শহিদুল হক, জনাব মো. জিয়াউদ্দিনসহ আরও অনেকে। সভায় বিসিআই-এর সদস্য ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্বে বিসিআই-এর উর্ধ্বতন সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও বিসিআই-এর কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
বিআলো/তুরাগ



