• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিসিআইসি এবং ইনোভেট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে চুক্তি 

     dailybangla 
    23rd Jul 2025 5:11 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক ডেস্ক: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ৩৪টি বাফার গুদাম নির্মাণ কাজের তত্ত্বাবধান সেবার জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শক চুক্তি স্বাক্ষর করেছে স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেট ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)।

    ২২ জুলাই মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিসিআইসি ভবন-২ তে হয়েছে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

    জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের আওতায় নির্মিতব্য ৩৪টি বাফার গুদাম কেবলমাত্র সংরক্ষণাগার নয়; এগুলো দেশের সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা শক্তিশালী করার জন্য কৌশলগত অবকাঠামো হিসেবে পরিকল্পিত।

    বিসিআইসি-এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো: মঞ্জুরুল হক এবং ইনোভেট ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট-এর সিইও প্রকৌশলী রানা মাসুদ বলেন এই চুক্তিতে স্বাক্ষর করেন। এতে আরও উপস্থিত ছিলেন বিসিআইসি-এর উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) প্রকৌশলী এসএম মোজাম্মেল হক, নির্বাহী প্রকৌশলী (সিভিল) প্রকৌশলী মো: তানভীর ইস্তিয়াক শাওন, ইনোভেট-এর সিনিয়র ম্যানেজার মো: মিজানুর রহমান, সিনিয়র ডেপুটি ম্যানেজার জুয়েল রানা, ডেপুটি ম্যানেজার জোবায়ের খান, সহকারী ম্যানেজার পারভেজ ঝিনুক, সিনিয়র অফিসার মুবিনুল হক প্রমুখ।

    অনুষ্ঠানে প্রকল্প পরিচালক প্রকৌশলী মো: মঞ্জুরুল হক বলেন, “এই উদ্যোগ কৃষি ইনপুট সুরক্ষায় মেরুদণ্ড হিসেবে কাজ করবে এবং জাতীয় উন্নয়নে প্রত্যক্ষ অবদান রাখবে।”

    ইনোভেট-এর সিইও প্রকৌশলী রানা মাসুদ বলেন, “আমরা কেবল একটি চুক্তি বাস্তবায়ন করছি না; এটি আমাদের কাছে জাতীয় দায়িত্ব।” তিনি উল্লেখ করেন, সবগুলো প্রকল্প সাইট ঢাকার বাইরে হওয়ায় সমন্বয় ও তত্ত্বাবধানের জটিলতা অনেক। তবে ইনোভেট আগের মতোই নিষ্ঠার সাথে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

    তিনি আরও জানান, ইনোভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট খুবই যৌক্তিক পরামর্শক ফিতে এই প্রকল্প গ্রহণ করেছে—লাভের জন্য নয়, বরং জাতীয় উন্নয়নে অর্থবহ অবদান রাখার জন্য। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ

    করাই ইনোভেটের মূলনীতি, এবং এই প্রকল্পও তার ব্যতিক্রম নয়। প্রকৌশলী মাসুদ ব্যক্তিগত অনুভূতির কথা শেয়ার করে জানান, এই প্রকল্পের একটি সাইট তার নিজ জেলার হওয়ায় এটি তার কাছে গর্ব ও অতিরিক্ত প্রেরণার বিষয়।
    প্রকল্প পরিচালক পরামর্শক দলকে এই জাতীয় দায়িত্বে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান এবং ইনোভেটের সক্ষমতা ও প্রতিশ্রুতির ওপর আস্থা প্রকাশ করেন।

    বিসিআইসি ও ইনোভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর এই অংশীদারিত্ব কেবল একটি চুক্তি নয়; এটি একটি যৌথ মিশন—যা দেশের জনগণের জন্য নির্ভরযোগ্য অবকাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। এই প্রকল্পের মাধ্যমে ইনোভেট পুনর্ব্যক্ত করছে যে, উন্নয়নকাজের উদ্দেশ্য হওয়া উচিত দায়িত্ব, লক্ষ্য এবং প্রভাব—কেবল ব্যবসা নয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031