বিসিবি তদন্তে জাহানারার চিঠিতে সরাসরি কোনো প্রমাণ নেই
dailybangla
14th Dec 2025 9:57 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা আলম আনা যৌন হয়রানি অভিযোগের তদন্তে কমিটি এখনো শক্ত প্রমাণ খুঁজে পাননি।
তদন্ত কমিটি লিখিতভাবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করছে, তবে জাহানারার দেওয়া ১৩ পৃষ্ঠার চিঠিতেও সরাসরি কোনো প্রমাণ নেই। কমিটি ভিডিও ফুটেজ, ফোন কল ও চ্যাটিং হিস্ট্রি যাচাই করছে এবং অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলছে।
প্রাথমিকভাবে তিন সদস্যের কমিটি গঠন করা হলেও পরবর্তীতে আরও দুজনকে যুক্ত করা হয়েছে।
কমিটির আহ্বায়ক সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম, কমিটির অন্য সদস্যরা হলেন রুবাবা দৌলা ও ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। পরে বিশিষ্ট আইনজীবী অধ্যাপক ড. নাইমা হক এবং ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খানও কমিটিতে যুক্ত হয়েছেন।
বিআলো/শিলি



