বিসিবি নির্বাচনে চাপে তামিম
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে আলোচনা। যদিও প্রাথমিকভাবে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছিল, শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই লড়াই ফিকে হয়ে যাচ্ছে।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভোটের প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থী হয়েছেন ৪৮ জন। তবে ক্লাব ক্যাটাগরিতে তামিমের অবস্থান দুর্বল বলে ধারণা করা হচ্ছে।
তামিম ইকবালের অংশগ্রহণকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছিল। তবে ক্লাব ক্যাটাগরিতে তার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। ভোটারদের বড় অংশ বিভক্ত হয়ে পড়ায় এবং বোর্ড রাজনীতির সমীকরণে নতুন হওয়ায় তামিমের পরিচালক হওয়ার পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ক্লাব ভোট সাধারণত ব্যক্তিগত জনপ্রিয়তার ওপর নির্ভর না করে লবিং ও গোষ্ঠীগত প্রভাবের ওপর দাঁড়িয়ে থাকে। এ জায়গায় তামিমের অভিজ্ঞতা সীমিত।
সব মিলিয়ে এবারের বিসিবি নির্বাচনে কয়েকটি বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হলেও ক্লাব ক্যাটাগরিতে তীব্র লড়াই অনিবার্য হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বিতা সীমিত হলেও ক্রিকেট বোর্ড নির্বাচন ঘিরে উত্তাপ ও আগ্রহ তুঙ্গে রয়েছে।
এদিকে বিভিন্ন বিভাগে অনেক পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও কর্মকর্তারা। তবু ক্লাব ক্যাটাগরির ১২টি পদে ৩০টি মনোনয়ন পড়ায় হাড্ডাহাড্ডি লড়াই হবে নিশ্চিত।
বিআলো/শিলি