বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স ছাড়লেন মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৬ মৌসুমের আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, যা এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সরাসরি নির্দেশে।
কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেকেআরকে এই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। পাশাপাশি দলটিকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
যদিও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেনি, তবে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে কেকেআর ও তাদের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে ওঠা সমালোচনার প্রভাবেই এই সিদ্ধান্ত এসেছে। নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কেকেআর জানায়, বোর্ডের নিয়ম মেনেই আলোচনার মাধ্যমে মোস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৬ সালের হোম সিজনের সূচি প্রকাশ করেছে, যেখানে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এর আগে বাংলাদেশ দল ফেব্রুয়ারি-মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।
আইপিএলে মোস্তাফিজ এর আগে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং ৬০ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। সর্বশেষ নিলামে কেকেআর তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল। বর্তমানে তিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠে আছেন। সূত্র: ক্রিকইনফো
বিআলো/শিলি



