বিহার ভোট নিয়ে রাহুলের কটাক্ষ
আর্ন্তজাতিক ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের বড় ধরনের ভরাডুবির পর ফল নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরাসরি ভোট কারচুপির অভিযোগ না তুললেও তিনি বলেন, শুরু থেকেই এই নির্বাচন ছিল ‘অসম ও অসুষ্ঠু’।
ফল প্রকাশের পর এক্সে দেওয়া বার্তায় রাহুল লিখেছেন, “মহাগঠবন্ধনকে সমর্থন করা লাখো ভোটারের প্রতি কৃতজ্ঞ। তবে এই নির্বাচনের ফল বিস্ময়কর, কারণ এটি একেবারেই সুষ্ঠু ছিল না।”
তিনি জানান, সংবিধান ও গণতন্ত্র রক্ষার লক্ষ্য নিয়ে কংগ্রেস-ইনডিয়া জোট পুরো প্রক্রিয়াটি পুনর্মূল্যায়ন করবে।
২৪৩ আসনের বিহার বিধানসভায় দুই দফার ভোটে মোট ভোট turnout ছিল প্রায় ৬৭ শতাংশ। এবারের লড়াই ছিল এনডিএ বনাম মহাগঠবন্ধন। ফলাফলে দেখা যায়, ২৪২টি ঘোষিত আসনের মধ্যে ২০২টিতে জয় পেয়েছে এনডিএ। বিজেপি ৮৯ এবং নীতিশ কুমারের জেডিইউ ৮৫ আসনে জয়ী হয়েছে।
অন্যদিকে মহাগঠবন্ধনের হতাশাজনক পারফরম্যান্সে সবচেয়ে বেশি নজর কাড়ে আরজেডির অবনমন- ২০২০ সালের ৭৫ আসন থেকে এবার নেমে আসে মাত্র ২৫-এ।
বিআলো/শিলি



