• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বীরগঞ্জে বিশ্ব তামাক দিবস উদযাপন 

     dailybangla 
    31st May 2025 8:13 pm  |  অনলাইন সংস্করণ

    সাইফুল্লাহ সাইফ, দিনাজপুর প্রতিনিধি: “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।

    ৩১ মে (শনিবার) সকাল ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সহযোগীতায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

    পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় “তামাক কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি, তামাক নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৫ উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হায়দার আলী’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএর সহকারী প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েম, বীরমুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, বীরগঞ্জ থানার প্রতিনিধি এসআই আনছারুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র দিনাজপুর জেলা শাখার যুগ্ন আহবায় জেমিয়ন রায়, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ আবু হানিফ।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে তিনি বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ দিনে, “তামাক মুক্ত দিবস”-এ আমরা একত্রিত হয়েছি একটি মহৎ ও সময়োপযোগী উদ্দেশ্যে—আমাদের সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং সর্বোপরি আমাদের আগামী প্রজন্মকে তামাকের ক্ষতিকর ছোবল থেকে রক্ষা করার অঙ্গীকারে। তামাক শুধু একজন ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য হুমকি। এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যেমন—ক্যানসার, হৃদরোগ, শ্বাসকষ্টসহ নানা প্রাণঘাতী রোগের অন্যতম প্রধান কারণ। শুধু ধূমপান নয়, চিবানো তামাক, গুল, জর্দা, খৈনি, ইত্যাদিও ভয়ংকর ক্ষতি করে থাকে। বীরগঞ্জ উপজেলাকে কি ভাবে তামাক মুক্ত করা যায় সে বিষয়ে সকলকে সহযোগীতা করার আহব্বান জানান। উপস্থিত উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

    আলোচনা শেষে বিশ্ব তামাক মুক্তদিবসের রচনা প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল হাসান জাহিদ।

    র‌্যালি ও আলোচনা সভা শেষে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত আইন ২০১৩) মতে বিড়ি সিগারেট ও জর্দ্দার বিজ্ঞাপন লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী এবং কোম্পানি হাট-বাজারে, পান দোকান ও মুদির দোকানের সামনে খালি সিগারেটের প্যাকেট সাজিয়ে বা পোস্টার লাগিয়ে ক্রেতাদের আকর্ষণ করছে এসব কারণে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকায় প্রকাশ্যে ধূমপান করায় করায় কৃষ্ণ মোহন রায় (৭০) কে ৫০টাকা ও দোকানের সামনে খালি সিগারেটের প্যাকেট সাজিয়ে ক্রেতাদের আকর্ষণ করার অপরাধে পান দোকানদার রবিউল ইসলাম (৪৪) কে ৩০০টাকা ও মোঃ শাহাজান আলী (৩৫) কে ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031