বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম তালুকদারের একাদশ মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান নিপার পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, বৃহত্তর খুলনা জেলা ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক, বাগেরহাট পিসি কলেজের সাবেক জিএস, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি, মহান মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব-সেক্টরের সেকেন্ড ইন কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব, শরণখোলা সরকারি কলেজ, বাগেরহাট খানজাহান আলি ডিগ্রি কলেজ, বিকে হাইস্কুল, বিকে গার্লস হাইস্কুল, ভাসানী কিন্ডারগার্টেন, রায়েন্দা হল মাদ্রাসা, খাদাগগন মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মজলুম জননেতা মাওলানা আব্দুুল হামিদ খান ভাসানী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজীবন সহচর, দক্ষিণ বাংলার রয়েল বেঙ্গল টাইগার খ্যাত, বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম তালুকদারের একাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
তিনি ১৯৪৪ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৩১ মে মৃত্যুবরণ করেন। তিনি বরিশাল জেলার পিরোজপুর মহকুমার ভান্ডারিয়া থানার ইকরি ঝাউতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মনুচেহার তালুকদার। তিনি একজন ক্ষুদ্র জমিদার বা ভু-স্বামী ছিলেন। তার মাতার নাম ফুলবড়ু বিবি। তিনি একজন গৃহবধূ ছিলেন।
বিআলো/তুরাগ