বৃহস্পতিবারের মধ্যে বাতিল হবে অতিরিক্ত সিম, বিটিআরসির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে এসব সিম।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রত্যেক গ্রাহক নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। এর বেশি সিম থাকলে ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।
বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কমিশন দৈবচয়নের ভিত্তিতে ১০টির বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। ফলে যেসব সিম ব্যবহারকারীরা নিজেরা ডি-রেজিস্টার করবেন না, সেগুলোর সেবা বন্ধ হয়ে যাবে।
গ্রাহকের নামে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে *১৬০০১# নম্বরে ডায়াল করে এনআইডির শেষ চার ডিজিট পাঠিয়ে তথ্য পাওয়া যাবে।
বিটিআরসি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে অবৈধ বা একাধিক সিম ব্যবহারজনিত জালিয়াতি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
বিআলো/শিলি



