বৃহস্পতির কারণেই পৃথিবী টিকেছিল সূর্যের ধ্বংস থেকে
বিআলো ডেস্ক: সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির প্রাথমিক বিকাশ পৃথিবী ও অন্যান্য অভ্যন্তরীণ গ্রহকে সূর্যের ধ্বংসাত্মক টান থেকে রক্ষা করেছিল। যুক্তরাষ্ট্রের রাইস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি প্রকাশিত গবেষণায় জানিয়েছেন, বৃহস্পতির মাধ্যাকর্ষণ সৌরজগতের গ্যাস ও ধূলিকণার প্রবাহ নিয়ন্ত্রণ করায় নতুন গ্রহ ও উল্কাপিণ্ডের জন্ম সম্ভব হয়েছে।
গবেষণায় দেখা গেছে, বৃহস্পতির দ্রুত বৃদ্ধির কারণে সূর্যকে ঘিরে থাকা গ্যাস ও ধূলিকণার মধ্যে ঢেউ সৃষ্টি হয়। এই ঢেউ আংটির মতো ঘন স্তর তৈরি করে, যা ‘মহাজাগতিক যানজট’-এর মতো কাজ করে এবং ধূলিকণা গ্রহ গঠনের উপাদানে পরিণত হয়।
অধ্যাপক আন্দ্রে ইজিদোরো বলেন, বৃহস্পতির শক্তিশালী মাধ্যাকর্ষণ কেবল গ্রহগুলোর কক্ষপথ স্থিতিশীল রাখেনি, বরং পুরো সৌরজগতের কাঠামোও প্রভাবিত করেছে। বৃহস্পতির বিকাশ সৌরজগতকে অভ্যন্তরীণ ও বহিরাগত অংশে ভাগ করেছে, যা উপাদানগুলোর মিশ্রণ রোধ করে। ফলস্বরূপ আজকের সৌরজগতে অভ্যন্তরীণ ও বহিরাগত উল্কাপিণ্ডের রাসায়নিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
গবেষক দল কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে প্রমাণ করেছেন যে বৃহস্পতির উপস্থিতিই নতুন গ্রহ ও উল্কাপিণ্ডের জন্মের সুযোগ তৈরি করেছে। তারা উল্লেখ করেছেন, চিলির আটাকামা টেলিস্কোপে দেখা নবীন নক্ষত্রমণ্ডলীতেও একই ধরনের আংটির মতো ঘন বৃত্ত লক্ষ্য করা গেছে।
বিআলো/শিলি



