বেইলি রোডে দিয়ামনি ই-কমিউনিকেশন-এর নতুন পথচলা শুরু
মরহুমা কন্যা দিয়ার স্মৃতিকে ধারণ করেই গড়ে উঠেছে সংগঠনটি
নিজস্ব প্রতিবেদক: সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে রাজধানীর বেইলি রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সামাজিক সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন-এর কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার (২৭ মে) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব, যাঁর কন্যা মরহুমা ‘দিয়া’র স্মৃতিকে ঘিরেই এই সংগঠনের জন্ম।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পেশার বিশিষ্টজন, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
উদ্বোধনের পর এক আবেগঘন মুহূর্তে কেক কাটা হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মনিরুজ্জামান অপূর্ব বলেন, “দিয়ামনি আমার কন্যা দিয়ার নাম থেকে এসেছে। তাঁর স্মৃতি আজও আমার জীবনের অনুপ্রেরণা। আমি চাই এই সংগঠনের প্রতিটি ভালো কাজ যেন আমার কন্যাকে জড়িয়ে রাখে। সমাজের মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা দেওয়া এবং তরুণদের সম্পৃক্ত করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া—এটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা চাই সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য কাজ করতে। এ যাত্রায় আপনাদের দিকনির্দেশনা, মতামত ও সহযোগিতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম (সাবা), শ্যামা খন্দকার, দেওয়ান ইফফাত আরা শশি, ফারহানা আদর, জোবেদা ইসলাম রুমা, ইতি আয়সা, নুপুর আলম, জান্নাতুন নূর, সিরাজুল ইসলাম, হিরা সরকার প্রমুখ।
উল্লেখ্য, দিয়ামনি ই-কমিউনিকেশন একটি উদ্যমী সামাজিক সংগঠন, যা সমাজসেবা, মানবিক সহায়তা, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক কাজে যুক্ত করে একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বিআলো/তুরাগ