বেকারত্ব দূর করতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: উপদেষ্টা আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: বেকারত্ব দূর করাকে দেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব। তাই এই সমস্যা সমাধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।”
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের জন্য ইতোমধ্যে উদ্যোক্তা ঋণ কর্মসূচি চালু রয়েছে। বর্তমানে এই ঋণের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে, যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ‘যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫’ ইতোমধ্যে উপদেষ্টা পরিষদ থেকে অনুমোদন পেয়েছে এবং দ্রুত তা বাস্তবায়নের পথে রয়েছে।
এলডিসি গ্র্যাজুয়েশন (স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়া) সামনে রেখে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল শক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে আসিফ মাহমুদ বলেন, “দেশের ৬৩ শতাংশ জনগণ তরুণ। তাদের কাজে লাগাতে না পারলে উন্নয়ন টেকসই হবে না। তাই বাস্তবমুখী উদ্যোক্তা সহায়তা অত্যাবশ্যক।”
কর্মশালায় উপস্থিত প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। এই ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে স্কুলপর্যায় থেকেই। আমরা একটি পাইপলাইন তৈরি করতে চাই, যেখানে শহরের পাশাপাশি মফস্বলের তরুণরাও থাকবে।”
তিনি আরও যোগ করেন, “পরিকল্পনা অনুযায়ী সেগমেন্ট করে কাজ করলে একটি শক্তিশালী উদ্যোক্তা ভিত্তি গড়ে তোলা সম্ভব।”
বিআলো/তুরাগ