বেগমগঞ্জে ভয়াবহ আগুন, ১০ দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে রাতের অগ্নিকাণ্ডে এক মার্কেটের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকা বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একলাশপুর ইউনিয়নের অন্তপুর চৌরাস্তা এলাকায় জামাল মার্কেটের ‘সুবন মেট্রিক্স’ দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানান। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ব্যবসায়ী ও এলাকাবাসী চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে আছে- মা স্টোর, আল্লার দান স্টোর, বাবু ইলেকট্রনিক, আরিয়ান হোটেল, আরমান মুদি, সুরক্ষা ফার্মেসি, শাকের হোটেল, সুবন মেট্রিক্স ও তায়েফা ইলেকট্রনিক।
ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বাহার বাবুল জানান, কয়েল বা অন্য কোনো আগুনের উৎস থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ব্যবসায়ীদের ধারণা। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সহায়তা দেওয়া হবে।
বিআলো/শিলি



