বেগমগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় নিয়োজিত স্বাস্থ্য সহকারী, পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে-নিয়োগ বিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ অন্যান্য যৌক্তিক দাবি বাস্তবায়ন।
এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে তারা ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম ১ অক্টোবর ২০২৫ ইং তারিখ থেকে বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালীতে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বেগমগঞ্জ শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবির (মিলন) এবং সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন। এসময় অন্যান্য স্বাস্থ্য সহকারী ও কর্মীরা কর্মবিরতিতে অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য সহকারীরা জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। তারা সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
বিআলো/এফএইচএস