বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক
dailybangla
30th Dec 2025 3:38 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
শোকবার্তায় তিনি বলেছেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তি এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। দেশের মানুষের কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।”
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন যেন শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।
বিআলো/তুরাগ



