• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ড. খন্দকার মোশাররফ ও ড. খন্দকার মারুফের গভীর শোক 

     dailybangla 
    30th Dec 2025 11:48 pm  |  অনলাইন সংস্করণ

    মো. শাহাদাত হোসেন তালুকদার: গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

    এক যৌথ শোকবার্তায় তাঁরা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁরা আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের অধিকার আদায় এবং বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন একজন অগ্রণী ও সাহসী নেতা। জাতি তাঁর অবদান চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

    ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন জাতি বারবার গণতন্ত্র ফিরে পেয়েছে এবং মুক্তির স্বাদ পেয়েছে। দেশের কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল দেশ ও জাতিকে পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, পরীক্ষিত ও খাঁটি দেশপ্রেমিক রাজনীতিককে হারালো।

    নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি বলিষ্ঠ নেতৃত্ব দেন। শহীদ রাষ্ট্রপতি ও সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের শাহাদাতের পর ১৯৮২ সালে তিনি গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে এসে দৃঢ় নেতৃত্বের পরিচয় দেন। তাঁর নেতৃত্বেই স্বৈরশাসক এরশাদের দীর্ঘ ৯ বছরের দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন সফলতা লাভ করে।

    ড. মোশাররফ ও ড. খন্দকার মারুফ আরও বলেন, বেগম খালেদা জিয়ার বহু গণমুখী সিদ্ধান্ত দেশকে এগিয়ে নিয়েছে। মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা তাঁর অন্যতম যুগান্তকারী উদ্যোগ, যা নারী শিক্ষার অগ্রগতিতে একটি ঐতিহাসিক মাইলফলক।

    তাঁরা বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনে বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও সফল ব্যক্তিত্ব। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে তিনি সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক হয়ে ওঠেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘ কারাবাস ভোগ করতে হয়েছে এবং উন্নত চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।

    যৌথ শোকবার্তায় ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031