বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাবুলের শোক
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির নেতা আবু জাফর আহম্মেদ বাবুল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবর জানার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোকবার্তা দেন আবু জাফর আহম্মেদ বাবুল।
শোকবার্তায় তিনি লেখেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশবাসীর কাছে তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাইছি।”
তিনি আরও উল্লেখ করেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে জাতিকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণসহ নানা চড়াই-উৎরাই পার করেছেন এই আপোষহীন নেত্রী।”
উল্লেখ্য, নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুস ও হৃদযন্ত্রের জটিল সংক্রমণ নিয়ে এক মাসের বেশি সময় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান।
ডা. জাহিদের বরাতে জানা যায়, তারেক রহমান, তার স্ত্রী ও কন্যা জাইমা রহমান রাত ২টা পর্যন্ত হাসপাতালে ছিলেন। পরে মঙ্গলবার সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন।
বিআলো/তুরাগ



