বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এড. রাসেলের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক: বন্দর থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এড. মোহাম্মদ রাসেল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এড. রাসেল গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় বলেন, “খালেদা জিয়ার নেতৃত্ব স্বৈরাচারবিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তাঁর অবদান অনস্বীকার্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ ও চড়াই-উৎরাই পার হওয়া এই আপোষহীন নেত্রীর রুহের মাগফিরাত কামনা করছি। সবাই তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।”
উল্লেখ্য, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তার অবস্থা ক্রমেই সংকটাপন্ন হয়ে ওঠে। মৃত্যুশয্যায় ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং নিকট আত্মীয়রা।
বিআলো/তুরাগ



