বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাহফুজুর রহমানের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ন।
এক শোকবার্তায় তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ন আরও বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার সাহসী ও আপোষহীন নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জাতিকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তাঁর ভূমিকা ছিল অনন্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং নানা চড়াই-উতরাই পেরিয়ে গেছেন, যা তাঁকে একজন অনন্য গণতান্ত্রিক নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”
তিনি দেশবাসীর কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
বিআলো/তুরাগ



