বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফয়সালের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, “বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক আপোষহীন ও সাহসী নেত্রীকে হারাল। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি দেশবাসীর নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এ দেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তাঁর ভূমিকা ছিল অসামান্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং নানা চড়াই-উৎরাই পেরিয়ে আপোষহীন নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
বিআলো/তুরাগ



