বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস গণতন্ত্রকামীদের অনুপ্রেরণা হয়ে থাকবে-ওয়াদুদ ভূঁইয়া
আব্দুল হাই খোকন: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস, দীর্ঘ সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের সকল গণতন্ত্রকামী নেতাকর্মীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
সোমবার (১২ জানুয়ারী) বিকেলে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম।
ওয়াদুদ ভূইয়া বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার একমাত্র ভিত্তি। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে একটি গোষ্ঠীর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবদান খাটো করে ২৪ জুলাই কে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার অপচেষ্টা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরো বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে খাটো করার যে কোন অপচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না- ১৯৭১ আমাদের গর্ব, আমাদের শক্তি এবং আমাদের অস্তিত্ব”
শোকসভা ও দোয়া মাহফিলে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



