বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কর আইনজীবী ফোরামের মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের উদ্যোগে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আহ্বায়ক জনাব রমিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মিলাদ মাহফিল পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব ও বার কাউন্সিলের সদস্য এবং ঢাকা ট্যাক্সেস বার-এর সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, ঢাকা ট্যাক্সেস বার ইউনিট কমিটির সভাপতি জনাব মাজম আলী খান, ঢাকা ট্যাক্সেস বার-এর সভাপতি মাহবুবুজ সালেকিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের মোহাম্মদ মেজবাহ, ঢাকা ট্যাক্সেস বার ইউনিটের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এটিএম রাশেদ বাবু প্রমুখ।
এছাড়াও বিপুল সংখ্যক কর আইনজীবী ও অ্যাডভোকেট মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিআলো/তুরাগ



