বেগম খালেদা জিয়ার স্মরণে বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ডা. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা এলেন ভুট্টো।
শোকসভায় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন ও সাহসী এক নেত্রী। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও সংগ্রাম বিএনপি নেতাকর্মীদের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আরও দৃঢ় করবে।
শোকসভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিনয়কাঠী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



