বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন: ড. খন্দকার মারুফ হোসেন
মো. শাহাদাত হোসেন তালুকদার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, দেশ এবং দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। শত প্রতিকূলতার মধ্যে থেকেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি; বরং দেশের কল্যাণে রেখেছেন অগ্রণী ভূমিকা।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক নন, তিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের অভিভাবক। বর্তমানে তিনি অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য আজ দেশে-বিদেশে সর্বস্তরের মানুষ দোয়া করছেন।”
ড. মারুফ হোসেন তার বাবা বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্যও দোয়া কামনা করেন। তিনি বলেন, “দোয়া করবেন, যেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দাউদকান্দি-মেঘনা অঞ্চলের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারেন।”
শুক্রবার কুমিল্লার দাউদকান্দি পৌরবাজারে বাইতুল আমান জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের পূর্বে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ. কে. সামসুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিব ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, মসজিদ কমিটির সেক্রেটারি ও সমাজসেবক আরমান চৌধুরী রবিনসহ স্থানীয় মুসল্লি ও দলীয় নেতাকর্মীরা।
বিআলো/তুরাগ



