বেড়ায় ফেনসিডিল ও বিদেশি মদসহ দুইজন আটক
এস. এম. আলমগীর চাঁদ, পাবনা: গোপন সংবাদের ভিত্তিতে পাবনার বেড়ায় মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল ও বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে বেড়া মডেল থানার একটি টিম এ অভিযান পরিচালনা করে।
পাবনার বেড়া উপজেলায় ফেনসিডিল ও বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে বেড়া মডেল থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম. হাবিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আলী আজম সঙ্গীয় ফোর্স নিয়ে কাগমাইর পাড়া মানিক-মেহেদী হাসান ফুড কর্নারের প্রায় ২০ গজ পশ্চিমে একটি ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালান। এ সময় ট্রাকটি থেকে ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক সামাউল (৩১), পিতা হাবিবুর রহমান, এবং হেলপার রফিকুল (৩০), পিতা কুসুম মন্ডল- উভয়েই মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দাতাদের আটক করা হয়েছে।
ওসি এ.কে.এম. হাবিবুল ইসলাম জানান, “গোপন সূত্রে জানতে পারি, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকে মাদক পাচার হচ্ছে। সেই সূত্রে আমরা অভিযান চালিয়ে মাদকসহ ট্রাকটি আটক করি।”
জানা গেছে, উদ্ধারকৃত ফেনসিডিল ও মদের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
বিআলো/শিলি



