বেনজেমার গোলেই বিদায় রোনালদোর আল নাসর
dailybangla
29th Oct 2025 7:20 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: দুই তারকা- ক্রিশ্চিয়ানো রোনালদো ও কারিম বেনজেমা ছিলেন মুখোমুখি। কিন্তু শেষ হাসি হাসলেন ফরাসি তারকাই। সৌদি কিংস কাপে আল ইত্তিহাদ ২-১ গোলে হারিয়েছে রোনালদোর আল নাসরকে, ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আল নাসর।
ম্যাচের শুরুতেই গোল করেন বেনজেমা, ফেরেন আত্মবিশ্বাসে। এরপর ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলো সমতা ফেরালেও, আলজেরিয়ান মিডফিল্ডার হুসেম আওয়ারের ঠাণ্ডা মাথার গোল আবারও এগিয়ে দেয় ইত্তিহাদকে।
আল নাসর ২২টি শট নিলেও, গোলমুখে সফল হতে পারেননি রোনালদো। পাঁচটি শট লক্ষ্যভেদ করলেও ইত্তিহাদের রক্ষণ ছিল দুর্ভেদ্য। লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় ইত্তিহাদ, তবু জয় ছিনিয়ে নেয় তারা।
এই হারে আরেকটি ঘরোয়া শিরোপা হারালেন রোনালদো। তবে লিগে টানা ছয় জয়ে আল নাসর এখনো শীর্ষে, অন্যদিকে বেনজেমার ইত্তিহাদ পা রাখল কোয়ার্টার ফাইনালে।
বিআলো/শিলি



