বেলারুশকে ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতকে ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাস্কোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা জানান, ১৯৯২ সালে স্বাধীনতা পর বেলারুশ ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ বেলারুশ থেকে অন্যতম প্রধান সার আমদানিকারক দেশ। সাধারণ জনগণের মধ্যে যোগাযোগ বাড়ার ফলে ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বর্তমানে ঢাকায় একটি অনারারি কনস্যুলেট থাকলেও দূতাবাস না থাকায় ভিসা ও কনস্যুলার কার্যক্রমে জনগণকে দীর্ঘসূত্রিতা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাষ্ট্রদূত মিখাইল কাস্কো বলেন, ঢাকায় দূতাবাস খোলার বিষয়টি অসম্ভব নয়, তবে তা কার্যকর করার জন্য দু’দেশের সরকারের উদ্যোগ প্রয়োজন।
সার আমদানির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বেলারুশ থেকে সার আমদানির বকেয়া টাকা দ্রুত পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানকে বেলারুশ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে বেলারুশের একজন নাগরিকের মুক্তির বিষয়ে রাষ্ট্রদূতের অনুরোধে উপদেষ্টা জানান, ওই ব্যক্তি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। বর্তমানে দু’দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বিনিময় সংক্রান্ত কোন চুক্তি নেই, তবে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, দূতাবাস খোলা, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হয়।
বৈঠকে ঢাকাস্থ বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কে. রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান, যুগ্ম সচিব মুঃ জসীম উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ঢাকায় অনুষ্ঠিতব্য বেলারুশের জাতীয় দিবস অনুষ্ঠানে উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।
বিআলো/এফএইচএস