বেলুচিস্তানে ৫ মাত্রার ভূমিকম্প, হতাহতের খবর নেই
আর্ন্তজাতিক ডেস্ক: শনিবার ভোরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জিয়ারত ও আশেপাশের এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের (NSMC) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল কোয়েটা শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে।
প্রাথমিক রিপোর্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বেলুচিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত।
এ অঞ্চল পূর্বেও বেশ কয়েকবার প্রাণঘাতী ভূমিকম্পে আক্রান্ত হয়েছে। উল্লেখযোগ্য ভূমিকম্পের মধ্যে ২০০৮ সালের জিয়ারতের ভূমিকম্পে ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং প্রায় ৫০০ জন আহত হয়েছিলেন।
বেলুচিস্তানের দূরবর্তী ও কম জনবসতিপূর্ণ এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম প্রায়ই জটিল হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী আফগানিস্তানেও বড় ভূমিকম্পে মৃত্যুর খবর এসেছে। সূত্র: জিও নিউজ
বিআলো/শিলি



