বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
সজীব আলম, লালমনিরহাট: লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আন্দোলনের জেলা মুখপাত্র রাশেদুল ইসলাম রাশেদের নেতৃত্বে তারা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
জেলার কালীগঞ্জ উপজেলার কেয়ুপী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির এক জনসভায় জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে তারা তাদের যোগদান সম্পন্ন করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের অঙ্গীকারে আয়োজিত ওই জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী আওয়ামী লীগ সমর্থক শতাধিক ব্যক্তি বিএনপিতে যোগ দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়। এ সময় বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান সবুজ, আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক এইচ.এম. ইদ্রীস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহারিয়ার আলম রনি, কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠু, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিনুর রহমান মতিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের এই নেতাকর্মীদের যোগদান প্রমাণ করে- তরুণ প্রজন্ম এখন পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী।”
স্থানীয় নেতারা যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদের পাশে রেখে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনে অঙ্গীকারবদ্ধ।
বিআলো/শিলি



