• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত-আহতদের আজীবন ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন 

     dailybangla 
    12th Sep 2024 10:42 pm  |  অনলাইন সংস্করণ

    আসিব জামাল খান, পিরোজপুরঃ বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহত হয়েছে তাদের ওপর হামলাকারীদের সুষ্ঠু বিচারসহ আহত কাউখালীর সন্তান আলীর সুচিকিৎসা ও সকল আহতদের আজীবন ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পিরোজপুরের কাউখালী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।

    বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি। কাউখালী বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি হাফিজুর, মেহেদী বলেন, এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ আহত ও নিহত হয়েছেন। ওই আন্দোলনের সময় কাউখালীর সন্তান আলী শিক্ষার্থীরা আহত হন। আমরা প্রত্যেক আহত, নিহতদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও তাদের আজীবন ভাতা প্রাপ্তির দাবিসহ ছাত্র আন্দোলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

    মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930