বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত-আহতদের আজীবন ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন
আসিব জামাল খান, পিরোজপুরঃ বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহত হয়েছে তাদের ওপর হামলাকারীদের সুষ্ঠু বিচারসহ আহত কাউখালীর সন্তান আলীর সুচিকিৎসা ও সকল আহতদের আজীবন ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পিরোজপুরের কাউখালী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি। কাউখালী বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি হাফিজুর, মেহেদী বলেন, এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ আহত ও নিহত হয়েছেন। ওই আন্দোলনের সময় কাউখালীর সন্তান আলী শিক্ষার্থীরা আহত হন। আমরা প্রত্যেক আহত, নিহতদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও তাদের আজীবন ভাতা প্রাপ্তির দাবিসহ ছাত্র আন্দোলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ