বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প-২৪
dailybangla
23rd Sep 2024 8:39 pm | অনলাইন সংস্করণ
আমিনা ফেরদৌসী: মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্বরণে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দের শতাধিক লোককে সেবা প্রদান এবং ফ্রি ওষুধ দেওয়া হয়েছে। উক্ত ক্যাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার রফিকুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক, মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদ।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আলতাফ হোসেন। আরো উপস্থিত ছিলেন আবু তালেব, হাফেজ আবু ইউছুফ, হানিফ তালুকদার, জাহাঙ্গীর খান, কামাল মোল্লা, হাফেজ রাসেল, নাজমুল ইসলাম হামিম, তরুণ সমাজসেবক মো. ফোরকান হোসেন, সাংবাদিক মো. সোহেল ও সবুর খান প্রমুখ।