বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য অমিত হাসানকে গুরুতর জখম
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য কলেজ শিক্ষার্থী অমিত হাসানের (১৯) উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষার্থী গুরুতর জখম হয়েছেন। পরে খবর পেয়ে ছুটে গেলে দুর্বৃত্তদের হামলায় আহত হন আরও ৩ শিক্ষার্থী।
তারা হলেন সরকারি হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন হাসান আবির (২৪), বুলবুল আহমেদ রাজ (২৪), দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম মুনতাসির নোমান (২৪)। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গত বুধবার রাতে পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত শিক্ষার্থী অমিত বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অমিত একই এলাকার ইব্রাহিম ভুইয়ার পুত্র। চলতি বছর মুন্সীগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জে যে সকল কর্মসূচি হয়েছে তাতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে অমিতকে। পাশাপাশি স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিন মুন্সীগঞ্জের সমন্বয়কের দায়িত্বে আছেন তিনি।
আহত অমিতের স্বজন মেহেদি হাসান শান্ত বলেন, মালির পাথর প্রাথমিক বিদ্যালয়ের পাশে কুকুরকে খাবার দেয়ার জন্য গেলে দুর্বৃত্তদের সাথে অমিতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে চলে যায় তারা। আহত অমিতের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অমিতের পিঠের নিচে কিডনির পাশে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত না।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, রাতে খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী, পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআলো/তুরাগ