মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আদালত প্রাঙ্গনে বিক্ষোভ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মাণ শ্রমিক সজল হত্যা মামলার ৩ আসামীকে জামিন দেওয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জ আদালতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র- ছাত্রীরা। এ সময় দুই আইনজীবীর সাথে আন্দোলনকারীদের বাকবিতা ও হট্টগোলের সৃষ্টি হয়।
আজ বুধবার দুপুরে আদালতের আইনজীবী সমিতির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইসতিয়াক সম্রাট নামের এক আইনজীবীর বিরুদ্ধে আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সজল হত্যা মামলায় বুধবার (২৩ অক্টোবর) মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি ছিল। ওই মামলার ৩ আসামি মুন্সীগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হোসেন সোহেল, আক্তার হোসেন চৌধুরী ও ইব্রাহিম সর্দার এর জামিন শুনানি ছিল। শুনানী শেষে বেলা ১১ টার দিকে ওই আদালতের বিচারক কাজী আবদুল হান্নান ওই ৩ আসামির জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১টার দিকে শতাধিক ছাত্র ছাত্রী মুন্সীগঞ্জ শহীদ মিনার হতে বিক্ষোভ মিছিল নিয়ে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গনে প্রবেশ করে।
এ বিষয়ে আইনজীবী মাহবুব-উল-আলম স্বপন জানান, আইনজীবী সমিতির বরাবর শিক্ষার্থীরা একটি অভিযোগ দায়ের করেছে। সমিতির পক্ষে আমরা সেটি রেখেছি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, বাকবিতণ্ডাকে ঘিরে কয়েকজন আইনজীবীর সাথে ছাত্রদের হট্টগোলের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে কোন পক্ষ আমাদের কাছে অভিযোগ করেনি।
বিআলো/তুরাগ