বোয়ালমারীতে মসজিদের ইমামের হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
dailybangla
28th Mar 2025 7:25 pm | অনলাইন সংস্করণ
এস. এম আকাশ, ফরিদপুর: বোয়ালমারী উপজেলার দাদপুুর ইউনিয়নের নাগদী উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ওলিয়ার রহমানের ওপর সন্ত্রাসী হামলা ও নবীর সুন্নত তার মুখের দাড়ি টেনে ছিরে ফেলার প্রতিবাদে ও আসামী আওয়ামীলীগ নেতা জিয়া গংদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুত্রবার (২৮মার্চ) জুম্মার নামাজের পর নাগদী রাস্তার ওপর এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে এলাকার প্রায় ৫ শতাধিক নারীপুরুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, নাগদি গ্রামের নাজমুল ইসলাম, তৈয়বুর রহমান, কামাল হোসেন, সাকিবুল হাসান, সিদ্দিক মাতুব্বর, সাহিদ খান, নাসির খান ও লিটন খান প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন,গত ২৩ মার্চ সকাল ১০ টার দিকে নাগদী উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মোঃ ওলিয়ার রহমান (৩৬) তার নিজের জমির মাপঝোপ শেষে বাড়ীতে ফেরার পথে সুগন্ধী মাঠের মাঝখানে পৌছানো মাত্রই নাগদী গ্রামের খালেক মাতুব্বরের দুই ছেলে আসামি বাকিয়ার মাতুব্বর (৫৫) ও বিল্লাল মাতুব্বর (৪৫) এবং সুগন্ধী গ্রামের মৃত আঃ মালেক মাতুব্বরের ছেলে আসামি জিয়ার মাতুব্বর (৫০) তিনজন মিলে ইমাম ওলিয়ার রহমানের মুখের দাড়ি ধরে কিল ঘুষি মারে ও টেঙ্গীর আছারী দিয়ে বারিমেরে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরে তাকে খুনকরার হুমকি দেয়। তার ডাক চিৎকারে মুকাম মাতুব্বর, সিদ্দিক মাতুব্বর ও কাদের মাতুব্বরসহ আরো লোকজন ঘটনা স্থলের দিকে এগিয়ে এলে আসামিরা তিনজন চলে যায়। পরে এলাকাবাসিরা ওলিয়ার রহমানকে মাইক্রোযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। দুই দিন হাসপাতালে ভর্তি থেকে কিছুটা সুস্থ হয়ে ওলিয়ার রহমান নিজে বোয়ালমারী থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে কোন মামলা গ্রহণ করেননি। বক্তারা আরও বলেন, আসামি জিয়া গংরা আওয়ামীলীগের ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তাদের ভয়ে কেউ মুখ খোলেনা। জিয়ার ছেলে রাফিকুল ইসলাম মাদকের ডিলার পুলিশ তাদের কিছুই করেনা। এসময় বক্তরা আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।