বোয়ালিয়ায় পুকুরপাড়ের বরইগাছের নিচে পিস্তল উদ্ধার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বোয়ালিয়া থানাধীন আলোকা মোড়ের গোপাল পুকুর (পঁচা পুকুর) এলাকার পশ্চিম পাড়ের বরইগাছের নিচ থেকে একটি সিলভার রঙের পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে এ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে শিরোইল পুলিশ ফাঁড়ির একটি টিম। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়—পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে আছে।
খবর পেয়ে এসআই (নিঃ) গোলাম রসুলের নেতৃত্বে কনস্টেবল মোঃ নাইম ও মোঃ আরিফুলসহ ফোর্স ঘটনাস্থলে গিয়ে বরইগাছের নিচ থেকে একটি সিলভার কালারের পিস্তল (দৈর্ঘ্য আনুমানিক ৬ ইঞ্চি ৪ সূতা) এবং একটি সিলভার কালারের ম্যাগজিন (দৈর্ঘ্য ৪ ইঞ্চি) উদ্ধার করে।
উদ্ধারকৃত পিস্তলের গায়ে অস্পষ্টভাবে খোদাই করা কিছু অক্ষর দেখা গেছে এবং গ্রিপের এক পাশে পিতলের স্টার চিহ্ন রয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে অস্ত্র ও ম্যাগজিন জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
বোয়ালিয়া থানার মালখানায় অস্ত্রটি জমা রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
বিআলো/তুরাগ



