ব্যবসায়ী মিজানুর রহমান সিনহা ও কন্যার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা ও তার কন্যা তাসনিম সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন কালিয়ার প্যাকেজিং লিমিটেড ও কালিয়ার রেপ্লিকা লিমিটেডের শেয়ারহোল্ডার ও পরিচালক মামুন আর রশিদ।
অভিযোগের বিষয়ে জানাতে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন মামুন আর রশিদ।
তিনি অভিযোগ করেন, ১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের ২৩ আগস্ট পর্যন্ত বিভিন্নভাবে মোট ১০২ কোটি ৯৪ লাখ ২৮ হাজার ৯২৬ টাকা ৭২ পয়সা আত্মসাৎ করা হয়েছে। দীর্ঘদিন ধরে ন্যায্য পাওনা না পেয়ে তিনি ও তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েন।
সংবাদ সম্মেলনে মামুন আর রশিদ জানান, তার পরিবার দীর্ঘদিন ধরে প্রিন্টিং ও প্যাকেজিং ব্যবসার সঙ্গে জড়িত। তার পিতার প্রতিষ্ঠিত ‘লা সানি আর্ট প্রেস লিমিটেড’ ১৯৬৮ সাল থেকে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু অভিযুক্তদের প্রতারণার কারণে পরিবারটি মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।
তিনি আরও দাবি করেন, আর্থিক সংকটের কারণে তার মায়ের যথাযথ চিকিৎসা সম্ভব হয়নি এবং ২০২৪ সালের ১৯ জানুয়ারি তার মৃত্যু ঘটে। ন্যায্য পাওনা আদায়ের জন্য বারবার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন এবং হুমকি ও ভয়ভীতির মুখে পড়েন।
এ বিষয়ে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। হাইকোর্টে স্মারক কোম্পানি ম্যাটার ২০২০-এর ২৪০ নম্বর মামলা এবং ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সিআর মামলা নং-৬০৮৩/২০২৫ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযোগকারী মামুন আর রশিদ, তার লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট নুরুদ্দিন আহমেদ এবং অনুষ্ঠানের আয়োজনকারী আনোয়ার ফরিদ।
মামুন আর রশিদ সাংবাদিকদের বলেন, “মিজানুর রহমান সিনহা ও তার কন্যা ভদ্রতার মুখোশ পরে সমাজে অবস্থান করলেও দীর্ঘদিন ধরে আমাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে প্রতারণা চালিয়ে আসছেন।”
তিনি আশা প্রকাশ করেন, আদালত ও জনগণ ন্যায়বিচার নিশ্চিত করবেন। পাশাপাশি দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার বিরুদ্ধে সাংবাদিক ও সচেতন নাগরিকদের মানবিক সহযোগিতা কামনা করেন।
বিআলো/তুরাগ



